নব নির্বাচিত কমিটি ৬ নভেম্বর দায়িত্বগ্রহনের পর এ পর্যন্ত তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সমিতির মাসিক তথা তৃতীয় সভায় বেশ কিছু গুরুত্ব সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সমিতির কর্মকান্ডকে গতিশীল করতে সাতটি উপ কমিটি গঠন করা হয়। পাশাপাশি পুলারটেকের আবাসন প্রকল্প গ্রুপ ভিত্তিক ডিমারকেশন জানুয়ারী মাসের মধ্যেই করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং এজিএমএ’র সিদ্ধান্ত মোতাবেক বিলামালিয়ার জমি আগামী তিন মাসের মধ্যে বিক্রি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিভিন্ন উপকমিটি’গুলো হচ্ছে যথাক্রমে - ১. প্রশাসনিক ও সাংগঠনিক উপ কমিটি। ২. লিগ্যাল উপ কমিটি। ৩. আবাসান প্রকল্প সহায়তা কমিটি। ৪. প্রকাশনা উপ কমিটি। ৫. দপ্তর ও প্রচার উপ কমিটি। ৬. অর্থ ও ক্রয় উপ কমিটি। ৭. কল্যাণ উপ কমিটি।
উক্ত উপ কমিটিতে যারা আহবায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছে তাদের নামও চূড়ান্ত করা হয়েছে এই সভায়। নিম্মে তা উপস্থাপন করা হলো-
১. প্রশাসনিক ও সাংগঠনিক উপ কমিটি : আহবায়ক- শাহীন হাসনাত, সদস্য সচিব খালিদ সাইফুল্লাহ, সদস্য যথাক্রমে- সেলিনা শিউলি, শামীম চৌধুরী, রেজাউর রহিম ও আবু জাফর, আরো বৃদ্ধি পেতে পারে।
২. লিগ্যাল কমিটি : আহবায়ক-আরিফ সোহেল, সদস্য সচিব মতলু মল্লিক। সদস্যরা হচ্ছেন যথাক্রমে- মিয়া হোসেন, আমিরুল ইসলাম, আরো সংযুক্ত হবে।
৩. আবাসন প্রকল্প সহায়তা উপ কমিটি : আহবায়ক-শাহীন হাসনাত,সদস্য সচিব-শামীম চৌধুরী, সদস্যরা হচ্ছে যথাক্রমে- আইয়্যুব ভুঁইয়া, আরিফ সোহেল, এবং প্রত্যেক গ্রুপ থেকে একজন প্রতিনিধি।
৪. প্রকাশনা উপ কমিটি : আহবায়ক-আরিফ সোহেল, সদস্য সচিব শামীম চৌধুরী, সদস্যরা হচ্ছেন যথাক্রমে- জাফর ইকবাল, আবু জাফর, খালেদ সাইফুল্লাহ, আইয়ুব আনসারি।
৫. দফতর ও প্রচার উপ কমিটি : আহবায়ক- রেজাউর রহিম, সদস্য সচিব-আমিরুল ইসলাম। সদস্যরা হচ্ছে যথাক্রমে- পরবর্তীতে সংযুক্ত করা হবে।
৬. অর্থ ও ক্রয় উপ কমিটি : সদস্য সচিব-শেখ এনামুল হক, সদস্য সচিব- সেলিনা শিউলী, সদস্যরা হচ্ছেন যথাক্রমে- খালিদ সাইফুল্লাহ, নাহিদ তম্ময়, আবু জাফর ও আমিরুল ইসলাম।
৭ .কল্যাণ উপ কমিটি : আহবায়ক - খালিদ সাইফুল্লাহ, সদস্য সচিব- নাহিদ তম্ময়, সদস্যরা হচ্ছে যথাক্রমে - আবু জাফর, আমিরুল ইসলাম ও পরবর্তীতে সংযোজন যোগ্য।