ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

Dhaka Reporters Unity MultiPurpose Co-operative Society Limited

রেজি নং-৪১৭

Wednesday, 16 October 2024

সংগঠন পরিচিতি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ঢাকায় কর্মরত সকল জাতীয় দৈনিক সংবাদপত্র,বার্তা সংস্থা,আঞ্চলিক,দেশি ও বিদেশি সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় সার্বক্ষণিক ও পেশাদার রিপোর্টারদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন। এর কার্যালয় রাজধানীর ৮/৪-এ সেগুনবাগিচায়। ১৯৯৮ সালের ২৮ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ঢাকা রিপোর্টার্স ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গঠন করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৯৫ জন। এই সংগঠনের প্রতীকে ব্যবহৃত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মূল লোগো। এর পেছনে একটি বগুতল ভবন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতীকে ব্যবহৃত লাল সবুজ বৃত্ত জাতীয় চেতনার প্রতীক, সাদা কলম সাংবাদিকতা ও শান্তির প্রতীক এবং হাতে হাত রেখে করমর্দন ঐক্যের প্রতীক। এই প্রতীকের পেছনে একটি বহুতল ভবনের ছবি ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বহুমুখী কার্যক্রমের প্রতীক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর রয়েছে ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি। যারা সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বার্ষিক সাধারণ সভা এবং অক্টোবরের প্রথম সপ্তাহে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি কমিটির মেয়াদ তিন বছর। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও ৭টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। রিপোর্টারদের আবাসন গড়ার লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী সমবায় সমিতি আবাসনের জন্য কাজ করে আসলেও ২০২২ সাল থেকে বহুমুখী কর্মকান্ডের পদক্ষেপ নেয়া হচ্ছে। সদস্যদের অর্থায়নে সমিতি ঢাকার উত্তরখান পুলারটেক মৌজায় ৪৬ নং ওয়ার্ডে ৭ বিঘা ০৩ কাঠা জমি ক্রয় করেছে। আর ৩৮ কাঠা ক্রয়ের প্রক্রিয়াধীন। একই সাথে সাভারের ভাকুর্তা মৌজায় ১৫.৭৫৭ কাঠা জমি আছে এই সংগঠনের সদস্যদের। বিনিয়োগকারীরাই হচ্ছেন জমির প্রকৃত মালিক। এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় সদস্যদের চাঁদা, স্মরণিকা থেকে প্রাপ্ত অর্থ এবং দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান ও সাহায্য থেকে।