ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

Dhaka Reporters Unity MultiPurpose Co-operative Society Limited

রেজি নং-৪১৭

Thursday, 10 April 2025

নোটিশ:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। | 2024-10-05

ভাকুরতা,বিলামালিয়ায় জমি পুনরুদ্ধার

ভাকুরতা,বিলামালিয়ার সম্পদ দালিলিকভাবে বুঝে পাবার পর সেখানে ব্যানার লাগানো হয়। বিগত সময় সম্পদ ক্রয়ের দশ বছর পর বর্তমান ব্যাবস্থাপনা কমিটি আইনি লড়াই শেষে বিভিন্ন জটিল কাগজপত্র সংগ্রহের মাধ্যমে জমির উদ্ধার কাজ সম্পন্ন করেছে মাত্র ২৬দিনে। যা কিনা বর্তমান ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্ব বুঝে নেবার পর প্রথম সফলতা ছিলো। কাগজিকভাবে জমি বুঝে পাবার পর হাল নাগাদ খাজনা পরিশোধ করা হয়।